কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে অনশন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকালে বনানী সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আ. রশিদ চুন্নু মিয়া।
কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলা ও জেলার ৮ উপজেলা থেকে নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে।বিডি প্রতিদিন/এমআই