১৪ অক্টোবর, ২০২৩ ১৬:০৫

পটুয়াখালীতে বিএনপির অনশন কর্মসূচি

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে বিএনপির অনশন কর্মসূচি

পটুয়াখালীতে বিএনপির অনশন কর্মসূচি পালিত

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে অনশন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকালে বনানী সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আ. রশিদ চুন্নু মিয়া।

কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলা ও জেলার ৮ উপজেলা থেকে নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর