শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা বন্দরে টানা পাঁচদিন বন্ধ থাকার পর আবারও আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) সকাল থেকে বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। স্বাভাবিক রয়েছে ভোমরা ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত।
ভোমরা বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম মাকছুদ খান জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ৫ দিন ছুটি থাকায় টানা ৫ দিন ভোমরা বন্দরে কোন আমদানি-রফতানি বন্ধ ছিল।
তিনি আরও জানান, ভারতীয় ঘোজাডাঙ্গা বন্দর সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে ভোমরা বন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক টানা পাঁচদিন বন্ধ থাকার পর আমদানি-রফতানি কার্যক্রম আবারও শুরু হয়েছে।
এদিকে ভোমরা ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ পুলিশের উপ পরিদর্শক মাজরিহা জানান, ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল