বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ২১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের কাছ থেকে ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাসির উদ্দি এ তথ্য নিশ্চিত করেন।
মৎস্য অফিসের তথ্য মতে, মঙ্গলবার বরিশাল বিভাগে ১১৭টি অভিযানে ৪৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব অভিযানে তাদের কাছ থেকে এক লাখ ৮৭ হাজার ৭০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। জব্দ জালের বাজার মূল্য ৩৯ লাখ ২৫ হাজার টাকা। অবৈধ জালের পাশাপাশি দশমিক ৪২৬ মেট্রিকটন ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ ইলিশ বিভিন্ন এতিমখানা ও বৃদ্ধাশ্রমে বিতরণ করা হয়েছে।
এছাড়া বরিশালে ১৪ জন ও পটুয়াখালীতে সাতজনসহ ২১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি বরিশাল জেলায় ১০ জন ও পটুয়াখালীতে ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন