সুনামগঞ্জের দিরাই উপজেলার পুকিডর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুলাল মিয়া (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। বুধবার দুপুরে পূর্ববিরোধের জেরে গ্রামের আরজু খাঁ ও হোসেন খাঁয়ের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। নিহত দুলাল মিয়া উপজেলার জগদল ইউনিয়নের পুকিডর গ্রামের মৃত আলীম উদ্দিনের ছেলে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুক্তাদির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পুলিডর গ্রামের আরজু খাঁ ও হোসেন খাঁয়ের মধ্যে জমিজামা নিয়ে দ্বন্দ্ব ছিলো দীর্ঘদিনের। এরই জের ধরে বুধবার সকালের দিকে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এরপর উভয়পক্ষের লোকজন বন্দুক ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে দুলাল নিহত হন। এতে অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
দিরাই থানার ওসি জানান, খবরে পেয়ে দিরাই থানাপুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জের সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ