ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম (৩৬) নামে কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামের মাঠের একটি মটর ঘরে পানি নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। নিহত কৃষক ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
নিহতের প্রতিবেশী স্কুল শিক্ষক আবুল বাশার জানান, নিহত ব্যক্তি একজন দরিদ্র কৃষক। সে ভ্যান চালিয়ে সংসারের খরচ চালাতো। পাশাপাশি পরের দেওয়া সামান্য কিছু কৃষি জমিতে চাষ করতেন। সম্প্রতি তার বাড়ি থেকে আয়ের একমাত্র উৎস ভ্যানটি চুরি হয়ে যায়। বুধবার বেলা ১১টার দিকে সে মাঠে ধানের জমিতে কীটনাশক স্প্রে করতে যায়। এসময় সে মাঠের একটি মটর ঘরে পানি নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে মাঠের অন্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ তথ্য নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান।
বিডি প্রতিদিন/এএ