লক্ষ্মীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বুধবার বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী ম্যাচে ১-০ গোলে রামগঞ্জ উপজেলা বালিকা দলকে পরাজিত করে রায়পুর উপজেলা বালিকা দল। অন্য ম্যাচে রামগঞ্জ উপজেলা বনাম রায়পুর উপজেলা বালক দল মুখোমুখি হন।
এর আগে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর সভাপতিত্বে এতে আরো ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগার, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, জেলা ক্রীড়া অফিসার আল আমিন খন্দকার প্রমুখ।
টুর্নামেন্টে বালক অনূর্ধ্ব-১৭ ও বালিকা অনুর্ধ্ব-১৭ দলে ৬টি করে দল অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএম