গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ইসলামপুর এলাকায় তালাবদ্ধ নিজ ভাড়া বাসা থেকে এক নারী পোশাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে ঘটনায় জড়িত থাকার অভিযোগে কথিত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কথিত স্বামীর নাম মো: আবুল হোসেন (৪৭)। তিনি দিনাজপুর জেলার কাহারোল থানার কাঠনা এলাকার নাজির উদ্দীনের ছেলে। তাকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ফ্যাক্টরীর পিছন থেকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে পুলিশ।
বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) ফাহিম আসজাদ।
জিএমপির সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) ফাহিম আসজাদ জানান, গত ২১ অক্টোবর রাতে শিখা বেগম তার স্বামী পরিচয়দানকারী আবুল হোসেনকে সঙ্গে নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানাধীন হরিনারচালা এলাকায় শিখার মায়ের ভাড়া বাসায় গিয়ে রাতের খাবার খায়। পরে রাত সাড়ে ১০ টার দিকে তারা তাদের নিজের ভাড়া করা বাসায় ফিরে আসেন। পরের দিন (২২ অক্টোবর) সকালে শিখা বেগম কথিত স্বামী আবুল হোসেনের কাছে ১৬ হাজার টাকা দাবী করেন। মো: আবুল হোসেন টাকা দিতে অস্বীকার করলে একপর্যায়ে শিখা বেগম কথিত স্বামীকে থাপ্পড় দেয় ও কলার চেপে ধরে। এরপরে আবুল হোসেন কাজে যেতে চাইলে শিখা বেগম তাকে যেতে না দিয়ে রুমের ভিতর থেকে তালাবদ্ধ করে রাখে। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে রাগান্বিত হয়ে আবুল হোসেন শিখা বেগমের গলা টিপে ধরে। এতে শিখা বেগম অচেতন হয়ে পড়লে আবুল হোসেন লাশ কাঁথা দিয়া মুড়িয়ে ঘরের ভিতর রেখে বাহির থেকে দরজা তালাবন্ধ করে পালিয়ে যায়।
তিনি জানান, নিহত পোশাক কর্মীর নাম শিখা বেগম (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাটাখালি গ্রামের মো: সারোয়ার মিয়ার মেয়ে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ইসলামপুর এলাকার শামসুর রহমানের বাড়িতে বিয়ে না করেই গ্রেফতার কথিত স্বামীর সঙ্গে ঘর ভাড়া করে বসবাস করতেন। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। গত মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় বাইরে তালাবদ্ধ ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে বাসন থানা পুলিশ। এ ঘটনায় জিএমপির বাসন থানায় একটি মামলা রুজু হয়।
তিনি আরো জানান, গ্রেফতারের পর কথিত স্বামী পুলিশের নিকট ঘটনা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আবুল হোসেনকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম