বরগুনার আমতলী বুড়ীশ্বর নদীতে মঙ্গলবার রাতে মৎস্য বিভাগের অভিযানে মাছ ধরার ২টি যান্ত্রিক নৌকা, জাল জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে মাছ ধরতে এসে নদীতে টহল দলের আওয়াজ পেয়ে জেলেরা ট্রলার রেখে পালিয়ে যায়। আজ আমতলী উপজেলা লঞ্চঘাট চত্ত্বরে জব্দ করা ২টি যান্ত্রিক মাছ ধরা নৌকা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দেবলেন, অবরোধ চলাকালীন সময়ে মঙ্গলবার দিবাগত গভীর রাতে বুড়িশ্বর নদীতে মৎস্য কর্মকর্তা হালিমা সর্দারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বুড়ীশ্বর নদীর বৈঠাকাটা এবং পুরাকাটা নামক স্থান থেকে জেলে বিহীন ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ দুটি যান্ত্রিক মাছ ধরা নৌকা জব্দ করা হয়।
নৌকা দুটির কোন মালিক খুঁজে না পাওয়ায় বুধবার সকালে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে নিলামে উঠানো হয়। উম্মুক্ত নিলামের মাধ্যমে নৌকা দুটি ৯৬ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়। নৌকা দুটি নিলামে দক্ষিণ পশ্চিম আমতলী গ্রামের জুয়েল হাওলাদার ও ফেরিঘাট এলাকার সুজন মৃধা নামে দুই ব্যক্তি কিনে নেন বলে জানা গেছে। অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আশরাফুল আলম বলেন, বুড়ীশ্বর নদী থেকে জব্দ করা মালিকবিহীন নৌকা দুটি উম্মুক্ত নিলামের মাধ্যমে ৯৬ হাজার ৬০০ টাকায় বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ