রাজধানীর কদমতলীর মেরাজনগর এলাকায় মো: ইয়াসিন (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে জানিয়ছেন পরিবারের সদস্যরা। বুধবার সন্ধ্যায় বাসার বারান্দায় ফাঁস দেয় সে। বাসার লোকজন বুঝতে পেরে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
মৃতের বড় ভাই মো: আকাশ জানিয়েছেন, সন্ধ্যার দিকে সে বাসা থেকে বাহিরে বের হচ্ছিল। তখন কোথায় যায় এ নিয়ে বাহিরে যেতে মানা করেছিলাম। সে কিছুই করে না, বেকার। আগে একটি কারখানায় কাজ করতো।
পরে সে বাহিরে না গিয়ে বারান্দায় গিয়ে দরজা বন্ধ করে রাখে।
দীর্ঘ সময় অতিবাহিত হয়। কিন্তু তার কোন সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি করি, পরে দেখতে পাই সে বারান্দায় ঝুলছে। পরে ছিটকিনি ভেঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
বিডি প্রতিদিন/এএ