বান্দরবানের থানচি উপজেলার শংখ নদীতে নৌকা ডুবে নিখোঁজ রয়েছে তিনজন।
বুধবার সন্ধ্যায় উপজেলার রেমাক্রি ইউনিয়নের আদাস্রো পাড়ার কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন লংরে খুমী (২১), লংবে খুমী (৪৫) এবং ছাই খুমী (৩০)।
স্থানীয় সূত্র জানায়, সকালে শংখ নদী দিয়ে নৌকাযোগে ছোট মোদক অংলাই খুমি পাড়া থেকে ৯ জন বাজার করার উদ্দেশ্যে রেমাক্রি বাজারে আসেন। বিকালে বাজার শেষে বাড়ি ফেরার পথে আদাস্রো পাড়ার কাছাকাছি পৌঁছালে নদীর প্রবল স্রোতে টিকতে না পেরে নৌকাটি উল্টে যায়। এসময় সাঁতার কেটে ছয়জন তীরে উঠতে পারলেও বাকি তিনজন স্রোতে ভেসে যান।
থানচি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর নৌকা ডুবিতে তিনজন নিখোঁজের ঘটনা নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে এ খবর পেয়েছি। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে।
তিনি জানান, এলাকাটি দুর্গম ও রাত হয়ে যাওয়ায় বৃহস্পতিবার ভোর থেকে উদ্ধার অভিযান চালানো হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ