গাইবান্ধা সদর উপজেলায় পূজার ঘরে ধূপ জ্বালাতে গিয়ে বিদ্যুতের তারে আগুন লেগে নির্মল চন্দ্র ও মনোরঞ্জন চন্দ্র নামে দুই ভাইয়ের একটি পূজার ঘরসহ গোয়াল ঘর ও চারটি বসতঘর পুড়ে গেছে। বুধবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার গিদারি ইউনিয়নের হিন্দু পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় নির্মল চন্দ্র ও মনোরঞ্জন চন্দ্রের বাড়ির পূজার ঘরে ধূপ জ্বালায় পরিবারের লোকজন। কিছুক্ষণ পর ধূপের আগুন থেকে বিদ্যুতের তারে আগুন লাগে। আগুন মুর্হূতেই সারা ঘরে ছড়িয়ে পড়ে। এতে পূজার ঘরসহ পাশের গোয়াল ঘরে থাকা একটি গরু ও ৪টি বসতঘর আগুনে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত নির্মল চন্দ্র বলেন, কিছু বোঝার আগেই পূজার ঘর থেকে আগুন গোয়ালঘর এবং সমস্ত বাড়িতে ছড়িয়ে যায়। বাড়ির আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নাসিম রেজা মিলু বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ