ঢাকায় বিএনপির মহাসমাবেশের আগে রংপুরে ধর-পাকড় শুরু হয়েছে। এক রাতে বিএনপি,জামায়াত ও শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বিএনপি দাবি করেছে, বুধবার রাতে মহনগর থেকে কমপক্ষে ৩০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশ বলছে, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, ঢাকার সমাবেশে নেতাকর্মীদের যোগ দেয়া ঠেকাতেই পুলিশ নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি, গ্রেফতারসহ হয়রানি করছে।
মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু জানান, বুধবার রাতে পুলিশ নগরীর ৬টি থানার বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালায়। অভিযানে মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সবুজ, ২০নং ওয়ার্ড যুবদলের আহবায়ক সাব্বির হায়দার আশিক, ওই ওয়ার্ডের যুবদল নেতা শুভ, ৪নং ওয়ার্ড বিএনপি নেতা মোফাজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ অভিযান চালিয়ে মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সবুজ ও হারাগাছ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেলকে গ্রেফতার করেছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। তারা নিয়মিত মামলার আসামি। পুলিশ বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করেছে। এ কার্যক্রমে জামায়াত, শিবির, ছাত্রদল-যুবদলসহ বিভিন্ন মামলার ২০ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ