মেহেরপুরের মুজিবনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের ইসলামির ৫ নারী কর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের আসাদুল ময়রার বাড়িতে বৈঠককালীন তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- আনন্দবাস গ্রামের সুখি সোনা (৪০), কোহিনুর বেগম (৪৫), শারমিনা খাতুন (২২), রওশনারা খাতুন (৪৬) ও পারভীনা খাতুন (৩৪)।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, নাশকতা পরিকল্পনা নিয়ে জামায়াতের মহিলা কর্মীরা বৈঠক করছিল। বৈঠক থেকে তাদের আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম