মাগুরার মহম্মদপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের ঝামা বাজার সংলগ্ন মধুমতি নদীতে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মধুমতির দুই পাড়ে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে উৎসব প্রেমী মানুষের ঢল নামে। এ উপলক্ষ্যে দু’দিন আগে থেকেই ঝামা বাজার এলাকা জুড়ে বসে গ্রামীণ মেলা।
সকাল থেকেই মহম্মদপুর উপজেলাসহ আশপাশের শালিখা, নড়াইল, আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার বিভিন্ন এলাকার নানা বয়সী মানুষ আসতে থাকে ঝামা এলাকায়। প্রতি বছর দুর্গাপূজার দশমির পরের দিন এই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে।
দুপুর আড়াইটায় মেলা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেবী নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও শান্তির প্রতিক কবুতর উড়িয়ে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল, মহম্মদপদুর থানা ইনর্চাজ বোরহানউল ইসলাম, বিল্পব রেজা বিকো, অ্যাডভোকেট আব্দুল মান্নান,মোস্তাফা মাকাল সিদ্দিকী লিটন, সুজন শিকদার, সাজ্জাদুল ইসলাম সাগরসহ অন্যরা। এরপর শুরু হয় নৌকাবাইচ প্রতিযোগিতা। এতে বিভিন্ন জেলার ছযটি নৌকা অংশ নেয়।
প্রতিযোগিতায় মহম্মদপুর উপজেলার আতর আলীর নৌকা প্রথম স্থান লাভ করে ১০ হাজার টাকা, নড়াইলের কামরুল মিযার নৌকা দ্বিতীয় স্থান লাভ করে ৮ হাজার টাকা ও মহম্মদপুরের আতিযার মোল্লার নৌকা তৃতীয় স্থান স্থান লাভ করে ৬ হাজার টাকা পুরস্কার পায়।
বিডি প্রতিদিন/এএ