দিনাজপুরে মিলের খুদ এবং ব্র্যান ব্যবসায়ী ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য রাজুকে হত্যার চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে তার পরিবারসহ বটতলী এলাকাবাসী।
বৃহস্পতিবার দিনাজপুর প্রেস ক্লাব সম্মুখ সড়কে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের বড়াইল বটতলী এলাকাবাসী বিনা অপরাধে মিলের খুদ এবং ব্র্যান ব্যবসায়ী ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য রাজুকে হত্যার চেষ্টাকারীদর শাস্তির দাবি করে মানববন্ধন পালন করা হয়।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত রাজুর মা-জরিনা বেগম, স্ত্রী-দোলা আক্তারসহ এলাকাবাসী মোঃ হাশেম, আসলাম, ডলার মানববন্ধনে এ শাস্তির দাবি করেছেন। সেই সাথে আসামিদের হুমকিসহ ভয়-ভীতি প্রদর্শন করায় নিরাপত্তাহিনতায় ভুগছে বলে মানববন্ধনে জানায়। এ ব্যপারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তারা।
বিডি প্রতিদিন/এএ