বরিশালে ভূমি সেবা ডিজিটাইজেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয় ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান। বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. জাহিদ হোসেন পনির, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আহসান হাবিব ও জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
কর্মশালায় বরিশাল বিভাগের সকল জেলা ও উপজেলা পর্যায়ের ভূমি কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ