টাঙ্গাইলের সখীপুরে গজারিয়া ইউনিয়নে জন্ম-মৃত্যুর নিবন্ধন কার্যক্রম শতভাগ সফল হওয়ায় ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পুরস্কৃত করেছেন উপজেলা প্রসাশন। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়নে ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট আনোয়ার হোসেনের হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, সখীপুর প্রেস ক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্তকর্তা।
বিডি প্রতিদিন/এএ