লালমনিরহাটে নিখোঁজের চার মাস পর তথ্যপ্রযুক্তির সহায়তায় আশরাফুল ইসলাম (২০) নামের এক অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে র্যাব। অটোচালক আশরাফুল ইসলাম সদর উপজেলার চর খাটামরি এলাকার ইয়াকুব আলীর ছেলে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে জেলার সদর উপজেলার কুলাঘাট ধাইরখাতা এলাকার মকলেছুর রহমান নামের এক স্কুল শিক্ষকের বাড়ি থেকে অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়।
র্যাব ও পুলিশ জানায়, চলতি বছরের ২৫ জুন অটোসহ নিখোঁজ হয় আশরাফুল। পরে তার পরিবার লালমনিরহাট সদর থানায় অভিযোগ দিলে তদন্ত শুরু হয়। গত তিনমাস র্যাব ও লালমনিরহাট সদর থানা পুলিশ একযোগে কাজ করে এবং তথ্য প্রযুক্তির ব্যবহার করে অটোচালক আশরাফুলের অটো ছিনতাই ও শ্বাসরোধ করে হত্যার ঘটনা উদঘাটন ও এ ঘটনায় জড়িত সদর উপজেলার বাবুপাড়া এলাকার হারুন মিয়ার ছেলে মনির হোসেন নামের একজনকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামী মনিরকে র্যাব জিজ্ঞাসাবাদ করলে গ্রেফতারকৃত আসামী মনির ঘটনায় জড়িত বলে জানায়। পরে ঘাতক মনিরের দেওয়া তথ্য অনুযায়ী র্যাব অটোচালক আশরাফুলের মরদেহ উদ্ধার করে।
রংপুর র্যাব-১৩ এর অধিনায়ক আরাফাত ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামী মনির অটোচালক আশরাফুলকে হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের সাথে জড়িত বলে স্বীকার করেছে। আসামী মনিরের দেওয়া তথ্য অনুযায়ী মরদেহ উদ্ধার ও ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। মনিরের সহযোগীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
মরদেহ উদ্ধার অভিযানে রংপুর র্যাব-১৩ এর এসময় লালমনিরহাটের পুলিশ সুপার সাইফুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম