ময়মনসিংহের ফুলপুরে পুকুরে জলপাই কুড়াতে গিয়ে মারুফ হাসান এ্যানি (৬) নামে এক মাদরাসাছাত্রের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৫টার দিকে বাড়ি সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে। সে উপজেলার বওলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান খোকনের ছেলে ও সরকার বাড়ি সারাইয়্যা হাফিজিয়া মাদরাসার নূরানী বিভাগের ছাত্র ছিল।
জানা যায়, তাদের পুকুরের পাড়ে একটি জলপাই গাছ রয়েছে। গাছ থেকে জলপাই পারার পর কিছু পুকুরে পড়ে যায়। এগুলো কুড়াতে পানিতে নামলে সাথের বন্ধুরা পাড়ে উঠলেও সে আর উঠতে পারেনি। পরে তার অভিভাবককে শিশুরা দৌড়ে গিয়ে জানালে তারা এসে তাকে উদ্ধার করে কিন্তু স্থানীয় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এ্যানির পরিবারে শোকের ছায়া নেমে আসে। পরে রাত সাড়ে ১১টায় মরহুম রাশিদ খাঁন মেম্বারের বাড়ির আঙিনায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ফুলপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএ