দিনাজপুরের বিরামপুরে বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার দুপুরে প্রকাশ্যে দিবালোকে একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বিরামপুর পৌর শহরের পূর্বপাড়া মহল্লায় এ ঘটনা ঘটেছে। নিহত কোবাদ আলী (৬০), বিরামপুর পৌর শহরের পূর্বপাড়া মহল্লার মৃত কলিমুদ্দিন শেখের ছেলে। তিনি পেশায় ভ্যান চালক ছিলেন।
স্থানীয়রা জানায়, বিরামপুরের পূর্বপাড়া মহল্লায় নিজ বাড়ির জমির সীমানা নিয়ে নিহত কোবাদ আলীর সাথে প্রতিবেশি আপন তিন খালা অমেলা, সৈরব ও জাহেরা এবং তাদের ছেলে মেয়েদের সাথে কয়েক বছর থেকে বিরোধ চলে আসছে। স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার আপোষ মিমাংসার ব্যবস্থা করলেও পরবর্তীতে পুনরায় এনিয়ে বিরোধের সৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুরে নিহত কোবাদ আলীর নতুনভাবে নির্মাণাধীন বাড়ি নিয়ে খালাদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে খালা, খালাতো ভাইবোন ও তাদের ছেলেমেয়েরা একত্রিত হয়ে কোবাদ আলী, তার স্ত্রী ও ছেলেমেয়েকে মারপিট শুরু করলে কোবাদ আলী প্রাণ ভয়ে দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নিলে সেখানেও তাকে মারপিট করলে সে আহত হয়।এসময় প্রতিবেশিরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএ