ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করিম বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। ২০১৪ সালে বিনাভোটে এবং ২০১৮ সালে রাতে ভোট চুরি করে অবৈধভাবে ক্ষমতায় এসেছে। কিন্তু ২০২৪ সালের নির্বাচনে জনগণ তা হতে দিবে না। জনগণ ভোটের অধিকারের জন্য যার যা কিছু আছে তাই নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে ক্ষমতাচ্যুত করে জাতীয় সরকারের অধীনে ভোটের অধিকার ফিরিয়ে আনবে।
বৃহস্পতিবার বিকেলে ইসলামী আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন ও জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জেলা মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মুহিবুল্লাহর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব আলহাজ্ব গাজী আতাউর রহমান ও সাংগঠনিক অধ্যাপক বেলায়েত হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ