চুয়াডাঙ্গার দামুড়হুদায় বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে আওয়ামী লীগের পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার কোষাঘাটা গ্রামে এ পথসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের আয়োজনে পথসভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা সদর ইউনিয়নের সভাপতি আয়ুব মন্ডল।
কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য হাশেম রেজা।
বিশেষ অতিথি ছিলেন নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আইন উদ্দিন, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নং ওয়ার্ড সভাপতি সরফরাজ উদ্দিন, জুড়ানপুর ইউনিয়ন কৃষক লীগের ১নং ওয়ার্ড সভাপতি শরীফ উদ্দিন, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন, মাসুদ রানা, খিজির আলী, নূরনবী প্রমুখ।
আনুষ্ঠানের প্রধান অতিথি হাশেম রেজা বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ যদি আমাকে মনোনীত করে আর আমি যদি এমপি হতে পারি তাহলে চুয়াডাঙ্গা-২ আসনের সার্বিক উন্নয়ন করা হবে।”
তিনি বলেন, “প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষকে যে উন্নয়ন উপহার দিয়েছে তা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।”
বিডি প্রতিদিন/আজাদ