পূর্বঘোষণা ছাড়াই আজ শুক্রবার সকালে ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন বাস টার্মিনালে ঢাকাগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। এদিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের ভালুকার মাস্টারবাড়ি এলাকায় বসেছে পুলিশের তল্লাশি চৌকি।
ঢাকায় শনিবার বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। দলটির নেতাকর্মীদের অভিযোগ, ঢাকায় সমাবেশকে কেন্দ্র করে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সমাবেশকে কেন্দ্র করে নাশকতার শঙ্কায় বাস চলাচল থেকে বিরত রয়েছেন তারা।
তবে আগে থেকে না জানিয়ে হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় ঢাকাগামী অনেক যাত্রী ভিড় করছেন বাস স্টেশনে। ভোগান্তিতে পড়ে ক্ষুব্ধ যাত্রীরা বলেছেন, রাজনীতির রোষানলে ভুগছে সাধারণ মানুষ। জরুরি প্রয়োজনে ঢাকাগামী অনেকে ছোট ছোট বাহনে বিকল্প পথে ঢাকার দিকে যাচ্ছেন। তবে দিতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। আবার অনেকে বাসস্ট্যান্ডে এসে বাস না পেয়ে ফেরত যাচ্ছেন।
এ বিষয়ে ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডের ম্যানেজার খোরশেদ আলম গণমাধ্যমকে বলেন, মালিক সমিতির নির্দেশে বাস চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও রাস্তায় বাস ভাঙচুর, অগ্নিসংযোগ ও যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বাস চলাচল বন্ধ করা হয়েছে। আগামীকালও (শনিবার) বাস চলাচল বন্ধ থাকতে পারে।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে অগ্নিসংযোগসহ বাস ভাঙচুরের আশঙ্কায় বাস চালানো বন্ধ রয়েছে। আমি সকালে দুটি টার্মিনাল ঘুরে বাস চালাতে অনুরোধ করেছি। কিন্তু চালক-মালিকরা বাস চালাচ্ছেন না।
বিডি-প্রতিদিন/শফিক