বাগেরহাটের মোরেলগঞ্জে এক বীর মুক্তিযোদ্ধাসহ দুই বিএনপি নেতাকে নাশকতা মামলার আসামি হিসেবে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমীন ফকির (৭৩) ও বারইখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার, ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আজম খান ওরফে পান্না (৬৫)।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এদেরকে গ্রেফতার করে শুক্রবার বেলা ১১টার দিকে বাগেরহাট আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এ সম্পর্কে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, নিশানবাড়িয়া ইউনিয়নের একটি নাশকতা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে ওই দু'জনকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ