১ নভেম্বর, ২০২৩ ১৬:৩৫

মহাসড়কে অগ্নিসংযোগ করেই উধাও জামায়াতকর্মীরা

কুমিল্লা প্রতিনিধি

মহাসড়কে অগ্নিসংযোগ করেই উধাও জামায়াতকর্মীরা

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেছে জামায়াতের নেতাকর্মীরা। বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিন বুধবার সকাল ৬টার দিকে মহাসড়কের বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে ৩০ মিনিট অবস্থানের পরই পুলিশ আসার আগেই উধাও হয়ে যায় বলে জানা গেছে। 

স্থানীয়রা বলছেন, বহিরাগতদের একটি দল সকালে এ এলাকায় এসে সড়ক অবরোধ করে। এ সময় তারা গাছের গুড়ি ফেলে সড়কে বাধার সৃষ্টি করে। তারা টায়ার জ্বালিয়ে সড়কে অগ্নিসংযোগ করে। এ সময় দুই দিক থেকে আসা যানবাহনগুলি তারা ফিরিয়ে দেয়। পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়। পুলিশ এসে সড়ক গাছের গুড়ি ও টায়ারগুলি সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, তারা ঘাপটি মেরে ছিল। আমাদের নিয়মিত টহলের কারণে এতদিন ওইসব এলাকায় কেউ অগ্নিসংযোগ করতে পারেনি। আজ সকালে চাঁদপুর ও কুমিল্লা জেলার সীমান্ত সড়কে অগ্নিসংযোগ করেই তারা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেছে। এসব এলাকায় আমাদের টহল আরও বাড়িয়েছি।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর