জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় গোবিন্দ চন্দ্র ঘোষ ( ৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকালে আক্কেলপুর উপজেলার কেসেরমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত গোবিন্দ চন্দ্র ঘোষ নওগাঁর বদলগাছি উপজেলার সাগরপুর গ্রামের মৃত হুলু ঘোষের ছেলে।
ওসি মোক্তার হোসেন জানান, গোবিন্দ চন্দ্র ঘোষ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সকালে তিনি বাড়ী থেকে বের হয়ে আক্কেলপুর উপজেলার কেসেরমোড় এলাকায় রেল লাইনের দিকে ঘুরতে যান। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা তিতুমীর এক্সপ্রে ট্রেনের ধাক্কায় তিনি মারা যান।
তিনি আরও জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম