রংপুরের পীরগাছায় ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী দেবী চৌধুরাণী স্মরণে ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পীরগাছা ও মিঠাপুকুর উপজেলার সীমানায় ঘাঘট নদীর ফতেপুর ঘাটে নৌকা বাইচ খেলা মিলন মেলায় পরিনত হয়। দুই উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। খেলায় ৮টি দল অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার হিসেবে মোটর সাইকেল, ফ্রিজ, টিভি তুলে দেয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দেবী চৌধুরানী বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মোঃ শাহেদ ফারুক এর আয়োজনে এতে বিশেষ অতিথি ছিলেন, মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সরকার, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মনোয়ারুল ইসলাম মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজনু মিয়া, যুবলীগ নেতা আবু তারেক পাভেল, সুলতান মাহমুদ ডায়েল, খেলা পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ হোসেন মিয়া, সদস্য শাহিদুল ইসলাম আকন্দ, মিজানুর রহমানসহ দুই উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। খেলা পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী লেবু।
বিডি প্রতিদিন/এএ