সাতক্ষীরায় ৬ বোতল এলএসডি মাদকসহ মাসুদ আলম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে সাতক্ষীরা সদরের মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাসুদ আলম সদর উপজেলার মাহমুদপুর গ্রামের সাইফুর রহমানের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ওসি মোঃ মহিদুল ইসলাম জানান, ভারত থেকে চোরাইপথে আনা বিপুল পরিমাণ মাদকদ্রব্য মাহমুদপুর এলাকা দিয়ে পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক ব্যক্তিকে আটকের পর দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ছয় বোতল এলএসডি মাদক জব্দ করা হয়। যার ওজন ৬০০ এমএল। জব্দকৃত এলএসডি মাদকের মুল্য প্রায় ছয় কোটি টাকা। এঘটনায় সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে জানান ওসি।
বিডি প্রতিদিন/এএ