ফরিদপুরের আলফাডাঙ্গায় নাশকতা সৃষ্টির সন্দেহে পুলিশ বিএনপি নেতা নুর আলমকে আটক করে। কিন্তু আওয়ামী লীগ নেতার সুপারিশে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর বাজারে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নিজ দোকান থেকে তাকে আটক করে। পরে প্রায় তিন ঘণ্টা আটক থাকার পর মুচলেকায় ছাড়া পান তিনি।
উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নূর আলম গোপালপুর বাজারে তার নিজ দোকানে বসে বিএনপি-জামায়াতের অবরোধ সফল করতে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে দোকান থেকে আটক করে। পরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পরাজিত চেয়ারম্যান প্রার্থী ইনামুল হাসান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য ইব্রাহিম শেখ কলমের সুপারিশে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
বিএনপি নেতা নূর আলমের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, সুদের ব্যবসা, এলাকায় দাঙ্গা লাগানোসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের বিএনপি নেতা নুর আলমের আটকের পর ছাড়া পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল