ফরিদপুরে মাদকাসক্ত ছেলের হাতে মাকে খুনের ঘটনায় ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত ও জেলা দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ প্রহরায় কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, ফরিদপুর শহরের উত্তর আলীপুর মহল্লার জনৈক মোজাহার শেখের মেঝো পুত্র আক্কাস শেখ (৩০) মাদকদ্রব্য সেবন করে বিভিন্ন সময় তার মা আমেনা বেগমকে মারপিট করতো। ২০১৮ সালের ৬ ফেব্রয়ারি বেলা ১১টার দিকে আক্কাস শেখ তার মা আমেনা বেগমকে নেশার টাকার জন্য চাপ দেয়। আমেনা বেগম টাকা দিতে অস্বীকার করে। নেশার টাকা না পেয়ে মা আমেনা বেগমকে ধারালো দা দিয়ে বেদমভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
পরে আহত অবস্থায় আমেনা বেগমকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থান সে মারা যায়। এ ঘটনায় নিহতের স্বামী মোজাহার শেখ বাদী হয়ে ৮ ফেব্রয়ারি ছেলে আক্কাস শেখের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে ছেলে আক্কাস শেখকে দায়ী করে আদালতে চার্জসিট দাখিল করে।
বিডি প্রতিদিন/এএ