জামায়াত বিএনপির নৈরাজ্য, আগুন সন্ত্রাস ও অবরোধের প্রতিবাদে নরসিংদীর শিবপুরে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুরের উদ্যেগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শিবপুর ছাত্রলীগ, কৃষকলীগ ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশ নেয়।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুরের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা থেকে কয়েক শত মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শিবপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ গেইটে এসে অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ করে। শিবপুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হাফেজ সরকার, যুগ্ম-আহবায়ক মোশারফ হোসেন ভূইয়া, প্রিতম দাশ রনি, সাবেক ছাত্রলীগের আহকায়ক, শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাজায়েল ভূইয়া, সহ ছাত্রলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এএ