বিএনপির ডাকা টানা তিনদিনের অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দিনাজপুরের বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৪০/১৫০ জনকে আসামি করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন আলহাজ্ব আমিরুল বাহার (৫৭) বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সুজালপুর গ্রামের মৃত খেরাজ উদ্দিনের ছেলে, মোঃ হানিফ ইসলাম মানিক (৩০) উপজেলার নিজপাড়া ইউপির কালীনগরের মোঃ আব্দুস সালামের ছেলে, মোঃ শাহীন কাদের (৩৩) একই এলাকার মল্ডলপাড়ার বাসিন্দা মোঃ মজিবর রহমানের ছেলে।
বৃহস্পতিবার বিকেলে তাদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়। এর আগে বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
মামলার তদন্তকারী অফিসার মোঃ আশরাফুল ইসলাম জানান, দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার হাবলু হাট নামকস্থানে ভাঙচুর ও নাশকতা চালানোর অভিযোগে দায়েরকৃত মামলায় তাদের আটক করা হয়।
বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা ও ভাংচুর করার অভিযোগে পুলিশ বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের মামলা দায়ের করেছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এএ