২ নভেম্বর, ২০২৩ ২৩:৪১

বাউফলে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

বাউফল প্রতিনিধি

বাউফলে জাতীয় ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

পটুয়াখালীর বাউফলে জাতীয় ইঁদুর নিধন অভিযান কার্যক্রম উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকাল ১০টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিযান কার্যক্রম উদ্বোধন করেন পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক  কৃষিবিদ মো. নজরুল ইসলাম।  

এসময় ইঁদুর নিধনের বিষয়ে সভায় বিষদ আলোচনা করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- "ইঁদুরের দিন হবে  শেষ গড়বো সোনার বাংলাদেশ।" এসময় কৃষকদের মাঝে ফলের চারা ও  লাউ বীজ বিতরন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধো উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ  খায়রুল ইসলাম, বাউফল উপজেলা কৃষি অফিসার  অনিরুদ্ধ দাস, উপজেলা উপসহকারী কৃষিকর্মকর্তাগণ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক হারুন অর রশিদ খান,  আরেফিন শহিদ, নাজিম উদ্দিন ও সুবিধাভোগী কৃষক প্রমুখ। 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর