৩ নভেম্বর, ২০২৩ ১২:৫০

ফরিদপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে জেলহত্যা দিবস পালন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে জেলহত্যা দিবস পালন

ফরিদপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

এ উপলক্ষে আজ সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয়, জাতীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। 

পরে জাতির জনক বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া, থানা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, তালমা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলামিন মীর, সাবেক ছাত্রলীগ নেতা জাকির হোসেন, ফরিদ মাতুব্বর প্রমূখ।

আলোচনা সভায় নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, বঙ্গবন্ধুর খুনিরা এখনও বিদেশে বসে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার জন্য প্রধামন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।  

এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর