৩ নভেম্বর, ২০২৩ ১৭:২১

কক্সবাজারে চোরাকারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে চোরাকারবারি আটক

প্রতীকী ছবি

কক্সবাজারে বিজিবি পৃথক অভিযান চালিয়ে ৪ কেজি ৩৯৮ গ্রাম হেরোইন ও ২১টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে। কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি দল আজ শুক্রবার সকাল ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বাংলাবাজার স্টেশনের কাছে কুষ্টিয়া থেকে কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। বিজিবি সদস্যরা বাসের মালামাল রাখার বক্স থেকে ৪ কেজি ৩৯৮ গ্রাম হেরোইন জব্দ করে। 

বিজিবি অধিনায়ক জানান বিজিবির তল্লাশির আগেই হেরোইন বহনকারী যাত্রী বাস থেকে সটকে পড়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে বিজিবি রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান বিকেলে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টের কাছে টেকনাফ থেকে চট্টগ্রামমুখী মালবাহী একটি কাভার্ড ভ্যানে এক যাত্রীর দেহ তল্লাশি করে সাড়ে তিন কেজি সমপরিমাণের ২১টি স্বর্ণের বারসহ একজন আটক করেছে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি এক লক্ষ বিশ হাজার টাকা বলে বিজিবির প্রেস রিলিজে জানানো হয়। 

আটক ব্যক্তি একজন চোরাকারবারি এবং সে নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাহর গ্রামের মৃত শামসুল ইসলামের ছেলে আবুল মুনছুর (৪০) বলে বিজিবি জানায়। উখিয়া উপজেলার বালুখালী সীমান্ত এলাকায় মিয়ানমার হতে আসা চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো ক্রয় করে কাভার্ড ভ্যানে করে ঢাকার দিকে নিয়ে যাচ্ছিল সে। 

বিজিবি অধিনায়ক জানান, আটক ব্যক্তি সীমান্ত দিয়ে অবৈধভাবে স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত থাকায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে রামু থানায় সোপর্দ করা হয়েছে এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করা হয়েছে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর