গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার ঢালজোড়া বেনুপুর বজলুর রহমান উচ্চ বিদ্যালয়ে মরহুম সুলতান উদ্দিন স্মৃতি মোটরসাইকেল ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আজ ফাইনাল ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তবে এই টুর্নামেন্টে আটটি দল অংশগ্রহণ করেছেন। শুক্রবার বিকালে বেনুপুর বাজার সমিতির আয়োজনে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অংশগ্রহণ করেন বলিয়াদী ফুটবল একাদশ বনাম চন্দ্রা ডিবিসি ফুটবল একাদশ। এসময় বলিয়াদী ফুটবল একাদশকে ০-১ গোলে হারিয়ে বিজয়ী হয় চন্দ্রা ডিবিসি ফুটবল একাদশ।
ফাইনাল ফুটবল টুর্নামেন্টের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দর রাজ্জাক। ফাইনাল ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান (ছোট মনির)। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর খাত্তাব মোল্লাসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা। পরে বিজয়ীদের হাতে প্রধান অতিথি মোটরসাইকেলের চাবি তুলে দেন।
বিডি প্রতিদিন/এএ