গাজীপুরের কালিয়াকৈরে টেস্ট পরীক্ষায় ফেল করায় আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল ও কলেজের দশম শ্রেণীর এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। নিহত শিক্ষার্থী কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা সাত্তারগেট এলাকার লিটন সরকারের ছেলে পার্থ সরকার (১৬)।
পরিবার ও সহপাঠী সূত্রে জানা গেছে, উপজেলা আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল ও কলেজের এসএসসির টেস্ট পরীক্ষা নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। প্রস্তুতি ভালো না থাকায় এক বিষয়ে ফেল করে পার্থ সরকার। যার কারণে পরীক্ষার জন্য ফরম ফিলাপ নাকচ করেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তবে জরিমানা দিলে ফরম পূরণ করার অনুমতি দেয়ার কথা বলে কর্তৃপক্ষ। এ বিষয় নিয়ে পরিবারের ভয়ে কাউকে কিছু জানাতে না পেরে নিজ কক্ষেই শুক্রবার ভোর রাতে আত্মহত্যা করে পার্থ।
আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল ও কলেজের পরিচালক সোহাগ রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, টেস্ট পরীক্ষায় সে ছাত্র ফেল করেছে । ফেল করায় আত্মহত্যা করেছে কি না জানা নেই।
বিডি প্রতিদিন/এএ