আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, আমি আদর্শ এবং কাদের সিদ্দিকী -এই দু’জনের সঙ্গে থাকি। এই আদর্শ হলো বঙ্গবন্ধুর আদর্শ। এই আদর্শ হলো দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর আদর্শ। এই আদর্শ হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিকার ও প্রতিরোধ গড়ে তোলার আদর্শ।
শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, আজকে অন্যায়ে দেশটি ভরপুর। শুধু যে সরকারি দল অন্যায় করছে তা নয়, বিরোধী দলের নামে আজ যারা ফুশফাস করছে তারা কারা? কী তাদের পরিচয়? আমরা কি ভুলে গেছি? আমেরিকা ছাড়া তাদের কোনো গন্তব্য নাই। কাদের সিদ্দিকী বলেছেন ফিলিস্তিনির গাঁজায় ইসরাইলের হামলায় ইতিমধ্যে দশ হাজার নারী শিশু নিহত হয়েছে। বাইডেন বলছে হামাসকে যতক্ষণ নির্মূল না করা যাবে ততক্ষন কোনো কিছুর বিরতি হবে না। সেই আমেরিকার প্রতি যাদের আনুগত্য তারা কারা? তাদের বাপ-দাদাদেরও আমেরিকাদের প্রতি আনুগত্য ছিলো। ১৯৭১ সালে তারা আমাদের কাছে পরাজিত হয়েছে, আজকে ২০২৩ সালে তারা যে পরাজিত হবে তাতে আমার কাছে কোনো শঙ্কা নাই। কিন্তু আমাদের সচেতন হতে হবে। ঘরে বসে থাকলে হবে না।
কৃষক শ্রমিক জনতা লীগের এ সম্মেলনে আরও বক্তৃতা করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। এ ছাড়া সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুস সবুর খানের সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার, নাসরিন কাদের সিদ্দিকী, দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সদস্য শামীম আল-মনসুর আজাদ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সাংস্কৃতিক সম্পাদক ও কণ্ঠ শিল্পী নকুল কুমার বিশ্বাস, সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব, কেন্দ্রীয় যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন নবী সোহেলসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল