৯ নভেম্বর, ২০২৩ ১৬:৪০

ইয়াবাসহ ১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, রংপুর

ইয়াবাসহ ১ জন গ্রেফতার

রংপুর নগরীর একটি বাসা থেকে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ১০৬০ পিস ইয়াবাসহ রেজাউল করিম নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মেট্রোপলিটন পুুলিশ সূত্রে জানা গেছে, রংপুর মহা নগরীর কোতয়ালী থানা এলাকার লালবাগ বালাপাড়ায় মোঃ রাকিবুজ্জামানের তিন তলা বাড়ির ২য় তলার ভাড়া থাকতেন মোঃ রেজাউল করিম (৪০)। বুধবার রাতে অভিযান পরিচালনা করে ১০৬০ পিস ইয়াবা উদ্ধার  করা হয়। এসময় তাকে গ্রেফতার করা হয়। 

পুলিশ জানায়, অভিযুক্ত মোঃ রেজাউল করিমকে জিজ্ঞাসাবাসে বলেন, জব্দকৃত ইয়াবাগুলো বগুড়া জেলার ইমন এর নিকট হতে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে তার হেফাজতে রেখেছিল। মোঃ রেজাউল করিম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি  উপজেলার পূর্ব ধনিরাম গ্রামের মোঃ আব্দুল মালেকের ছেলে। সে পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসার আড়ালে সে ইয়াবা ব্যবসা পরিচালনা করত। 
উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে ইয়াবাসহ গ্রেফতার করে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর