১২ নভেম্বর, ২০২৩ ১৮:৪৮

ধর্মের নামে সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে বিএনপি-জামায়াত জোট : এমপি হাবিব

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ধর্মের নামে সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে বিএনপি-জামায়াত জোট : এমপি হাবিব

ধর্মের নামে সাধারণ মানুষকে বিএনপি-জামায়াত জোট পুড়িয়ে মারছে অভিযোগ করে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, এই জোটটি অহেতুক দেশে অশান্তি সৃষ্টি করছে। আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে। কিন্তু এসব করে কোনো লাভ নেই। তাদের কোনো স্বপ্নই পূরণ হবে না। 

রবিবার বগুড়ার শেরপুর উপজেলার পারভবানীপুর বেগম শাজাহান তালুকদার দাখিল মাদ্রসায় বহুতল একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে চার কোটি টাকা ব্যয়ে এই চারতলা একাডেমিক ভবনটি নির্মিত হয়েছে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি হাবিবর রহমান আরও বলেন, শেখ হাসিনা সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় মাদ্রাসায় বহুতল একাডেমিক ভবন নির্মিত হয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবুল তালেব আকন্দ, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, শামিম ইফতেখার শামিম, ইউপি চেয়ারম্যান আব্দুল মোমিন মহসিন, পিএস কোরবান আলী মিলন, মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল ওয়াহেদ বাবলু প্রমুখ বক্তব্য রাখেন। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর