১২ নভেম্বর, ২০২৩ ১৯:৫০

হালুয়াঘাটে অবরোধ ঘিরে পুলিশের কঠোর অবস্থান

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

হালুয়াঘাটে অবরোধ ঘিরে পুলিশের কঠোর অবস্থান

ময়মনসিংহের হালুয়াঘাটে সরকারের পদত্যাগ দাবিতে অবরোধ কর্মসূচিতে মাঠে দেখা মেলেনি বিএনপি ওসেমমনা দলের নেতাকর্মীদের। সহিংসতা ও নাশকতা ঠেকাতে পুলিশের কঠোর অবস্থানের ফলে থানা ও ইউনিয়ন কার্যালয়গুলোতে ঝুলছে তালা। রাস্তায় যাত্রী সংকেট ঢাকাগামী যাত্রীবাহী পরিবহনের পরিমাণ কম থাকলেও সিএনজি, অটোরিকশা, ভ্যানসহ অন্যান্য যানবাহন স্বাভাবিকভাবে চলছে। পাওয়া যায়নি কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ ।  

তবে উপজেলার সব গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তৎপর ও সতর্কাবস্থায় হালুয়াঘাট থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রবিবার ভোর থেকে আজ বিকেল পর্যন্ত উপজেলায় এমনই চিত্র দেখা গেছে স্টেশনগুলোতে। 
অবরোধ চলাকালে অটোচালক আব্দুর হযরত আলী জানান, অবরোধ পালনের কোন চিহ্ন দেখা যায়নি। প্রতিদিনের মতই স্থানীয় যানবাহন চলাচল করছে। দ্রব্যমূল্যের বাজারে বসে থেকে লাভ নেই। রুজি রোজগার তো করতে হবে। 
অপরদিকে হালুয়াঘাট থেকে ময়মনসিংহ জেলা শহরে যাওয়া সফিকুল ইসলাম বলেন, আমি প্রয়োজন সারতে জেলা শহরে যাচ্ছি। শুনেছি অবরোধ, কিন্তু সবইতো আগের মত চলছে। নতুন করে অবরোধের কিছুই দেখছি না, মানুষ আমার মতো সকলেই তাদের কাজে বের হয়েছে।

এদিকে অবরোধের বিপরীতে আজ দুপুর ৪টার দিকে ধারা বাজারে মিছিলসহ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে হালুয়াঘাট উপজেলা চেয়ারম্যান পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক সায়েম ও আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং-এর নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে করা হচ্ছে বর্ধিত সভা। 
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায় জানান, হরতালে যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। যেকোনো ধরনের নাশকতার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। 

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর