পটুয়াখালী বাউফলে ২০২৩-২০২৪ অর্থ বছরে স্থানীয় সংসদ সদস্যদের ঐচ্ছিক তহবিলের ৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে আলহাজ্ব আ,স,ম ফিরোজ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন। নির্বাচনী এলাকার ৭৮ জন অসচ্ছল মানুষের মাঝে বরাদ্দকৃত ৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে চেক বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান, বাউফল উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, বাউফল উপজেলা কৃষি অফিসার অনিরুদ্দ কুন্ড, জেলা পরিষদ সদস্য শাজাহান সিরাজ, সাবেক পটুয়াখালী জেলা পরিষদ সদস্য হারুনুর রশিদ খান, ইব্রাহিম খলিল, রিয়াজ শিকদার, শামসুল কবির নিশাত প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ