বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল নিয়ে অবরোধ বিরোধী, উন্নয়ন ও শান্তি শোভাযাত্রা বের করা হয়। রবিবার বিকেলে নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানার নেতৃত্বে এই শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি নন্দীগ্রাম পৌর শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে বগুড়া-নাটোর মহাসড়কের বিভিন্ন স্থানে শান্তি সমাবেশে করে প্রায় ৬০ কিলোমিটার ঘুরে নন্দীগ্রাম কলেজগেট এসে শেষ হয়।
শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে অংশ নেয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল মিঞা।
বিডি প্রতিদিন/ নাজমুল