ঝিনাইদহে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ। সোমবার সকালে ঝিনাইদহ পলিটেকনিক ইনিস্টিটিউট মিলনায়তনে ঝিনাইদহ বিসিকের আয়োজনে এ প্রশিক্ষণ শুরু হয়। সকালে ৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।
সেসময় বিসিকের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান, পলিটেকনিক ইনিস্টিটিউটের একাডেমিক ইনচার্জ মাহাবুব আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানায়, আগামী ৫ দিন জেলার বিভিন্ন এলাকার ২৫ জন সম্ভাবনাময় উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদাণ করা হবে। উদ্যোক্তার গুণাবলি, প্রজেক্ট প্রোফাইল তৈরি, ব্যাংক লোন প্রাপ্তির প্রশিক্ষণ, সরকারী অন্যান্য সংস্থাগুলো থেকে সুবিধা গ্রহণসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রশিক্ষণ প্রদাণ করবেন বিসিকের শিল্প নগরী কর্মকর্তা প্রশিক্ষক অর্ণব কুমার পোদ্দার, সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল বারিকসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/হিমেল