১৪ নভেম্বর, ২০২৩ ১৫:৪৯

ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

মেহেরপুর প্রতিনিধি:

ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের ধাক্কায় সিয়াম হোসেন নামে দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছেন। এসময় তার অপর বন্ধু বকুল মারাত্মক ভাবে আহত হয়েছেন। নিহত সিয়াম ও বকুল গাংনী মটমুড়া ইউনিয়নের আকুবপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সিয়াম ও বকুল মোটরসাইকেলে পার্শ্ববর্তী খলিসাকুন্ডি বাজারে যাচ্ছিল। আকুবপুর বাজারের অদুরে বিপরিত দিক থেকে আসা একটি বালি বোঝায় ড্রাম ট্রকের সাথে তাদের ধাক্কা লেগে তারা রাস্তায় ছিটকে পরে। এসময় স্থানীয়রা তাদেও উদ্ধার করে কুস্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সিয়ামের মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তাজুল ইসলাম জানান, স্থানীয়রা চালকসহ ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।
 
বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর