অবরোধ কর্মসূচির প্রতিবাদে কিশোরগঞ্জে মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। সোমবার বিকালে কিশোরগঞ্জ-চামটাঘাট সড়কের সদর উপজেলার বৌলাই এলাকায় স্থানীয় আওয়ামী লীগ এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।
সমাবেশে সৈয়দ টিটু বলেন, উন্নয়নের গতিধারাকে বাধাগ্রস্ত করতেই বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে অবরোধের নামে ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত। বাংলার জনগণ তাদের অবৈধ কর্মসূচিকে প্রত্যাখ্যান করেছে।কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহম্মদ, সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. সেলিম, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আনিসুজ্জামান খোকন, কর্শাকড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম ভূইয়া, বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/এমআই