মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে একটি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা আদায়সহ ১০ দিনের জন্য সিলগালা করে দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
সহকারী পরিচালক সজল আহমেদ জানান, মেহেরপুর বামনপাড়া গ্রামে মুক্তার আলীর মালিকানাধীন নিউ পপুলার বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশ, কর্মচারীদের স্বাস্থ্য সনদ, খাবারে নিষিদ্ধ উপকরণ মেশানো ও মেয়দ উত্তীর্ণের তারিখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি কিছু খাবার নষ্ট করা হয়। অভিযান কালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদসহ মেহেরপুর জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
বিডি প্রতিদিন/এএম