বগুড়ার শেরপুরে গভীর রাতে দুই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার শেরপুর উপজেলার মহাসড়কের দশমাইল এলাকায় মাটি ও কলাবাহী দুই ট্রাকে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নাদির হোসেন জানান, কাহালু উপজেলা থেকে একটি ট্রাকে মাটি নিয়ে ঢাকার পথে এবং পৃথক আরেকটি ট্রাক জয়পুরহাট থেকে কলা নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল। পথে দশমাইল এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ট্রাক দুটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলেন।
ট্রাক চালক আফজাল হোসেন জানান, দশমাইল এলাকায় কয়েকজন যুবক ট্রাকের সামনে এসে দাঁড়ায়। ট্রাক থামাতেই তারা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়।শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা জানান, সোমবার রাতে পৃথক দুটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। আগুন দেওয়ার ঘটনায় দুষ্কৃতিকারীদের শনাক্ত করা হয়েছে। শিগগিরই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/এমআই