অবরোধের সমর্থনে সিরাজগঞ্জে রাস্তায় গাছের গুল ফেলে পিকেটিং করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার সকালে সিরাজগঞ্জ বেলকুচি আঞ্চলিক সড়কে জেলা ছাত্রদলের সহ-সভাপতি তারেক আরফানের নেতৃত্বে এ পিকেটিং করা হয়। এ সময় রাস্তায় গাছের গুলে আগুন দিয়ে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।
এ ছাড়াও শাহজাদপুরে হরতালের সমর্থনে রাতে মশাল মিছিল বের করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল