ঝিনাইদহে রাজনৈতিক পূর্ব শত্রুতায় কথা কাটাকাটির জেরে মারামারিতে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি ও যুবলীগ কর্মীসহ ৪ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে শহরের ৩নং পানির ট্যাংপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সদর পৌরসভার ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি হাফিজুর রহমান পলাশ, শহরের ট্যাংকিপাড়া এলাকার বাসিন্দা যুবলীগ কর্মী মো: বাদল (৩৫), যুবলীগ কর্মী কালু হোসেন এবং আলিফ। তাদেরকে বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় শহরের ৩নং পানির ট্যাংপাড়া এলাকায় বসে ছিল স্বেচ্ছাসেবক দল সভাপতি হাফিজুর রহমান পলাশ। সেসময় ওই স্থানে আসে যুবলীগ কর্মী মো: বাদলসহ কয়েকজন। তখন রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সেসময় উভয় পক্ষই ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ৪ জন আহত হয়।
ঝিনাইদহ সদর থানার সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম শরিফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরো জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল